বগুড়ায় পুলিশ কনস্টেবলের ১০ রাউন্ড গুলি উধাও

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

বগুড়া সদর থানায় দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলের হেফাজত থেকে শটগানের ১০ রাউন্ড গুলি উধাও হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ডিউটি চলাকালে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা পর্যন্ত হারিয়ে যাওয়া গুলির কোনো সন্ধান পাওয়া যায়নি।

থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর থানার সেন্ট্রি ডিউটিতে ছিলেন কনস্টেবল অসিত কুমার। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি দায়িত্ব রেখে সাতমাথা এলাকায় চা পান করতে যান। ধারণা করা হচ্ছে, ওই সময়ই তার কাছে থাকা শটগানের ১০ রাউন্ড গুলি হারিয়ে যায়।

ভোর ৪টার দিকে পরবর্তী ডিউটিতে আসা কনস্টেবল নুরুজ্জামানকে বিষয়টি জানান অসিত। এরপর রোববার সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও গুলির হদিস মেলেনি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গুলি নিখোঁজের ঘটনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। প্রতিবেদন পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

DR/SN