জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক নারী প্রার্থীর কাছে হেরে জামানত হারাচ্ছেন পাঁচ পুরুষ চেয়ারম্যান প্রার্থী। সেই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও জামানত হারাচ্ছেন আরেক প্রার্থী।
উপজেলায় চেয়ারম্যান পদে সাবেকুন নাহার শিখা যা ভোট পেয়েছেন পাঁচবিবির পাঁচ আওয়ামী লীগ নেতা মিলেও সে পরিমাণ ভোট পাননি। ঘোড়া প্রতীকে সাবেকুন নাহার শিখা পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট। বাকি পাঁচ প্রার্থী সবাই মিলে পেয়েছেন ৩৮ হাজার ২৯৯ ভোট। মঙ্গলবার (২১ মে) ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনে (ইসি) এক লাখ টাকা জমা দিতে হয়। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য দিতে হয় ৭৫ হাজার টাকা। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয় তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জনই জামানত হারাতে যাচ্ছেন। একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪ হাজার ৬৪৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ২৫ জন ও নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন। মোট ৬৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৮০ হাজার ৮১৪টি। ভোটের হার ৩৯ দশমিক ৪৭ শতাংশ। এখানে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ হচ্ছে ১২ হাজার ১২২ ভোট। যা পাননি ৫ চেয়ারম্যান প্রার্থী।
