ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লালমনিরহাটে ‘সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতি’র চেষ্টা সোনলী ব্যাংকে

এ বিষয়ে খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি শাখায় ‘সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতি’র চেষ্টা হয়েছে বলে জানিয়েছে সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী। আর এ বিষয়ে খতিয়ে দেখছেন সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার দিকে সোনালী ব্যাংক পিএলসির লালমনিরহাট বড়বাড়ির শাখায় ডাকাতিচেষ্টার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ওসি মোহাম্মদ নূরনবী বলেন, স্থানীয় লোকজন সুড়ঙ্গ খোঁড়ার বিষয়টি টের পাওয়ার কারণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার পর ব্যাংক থেকে কোনো টাকা বা অন্যকিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।

তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

তবে বিষয়টি জানাতে সোনালী ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

RA
আরও পড়ুন