ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৈয়দপুরে পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম

নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার লোহা চোর সিন্ডিকেটের মূল হোতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে শহরের গোলাহাট এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন জানান, গত বছরের ৩১ আগস্ট জেলা বিএনপির করা রাজনৈতিক মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। আজ দুপুরেই তাকে নীলফামারী জেলা আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আশরাফুল আলম সৈয়দপুর রেলওয়ে কারখানার লোহা চোর চক্রের মূল হোতা। গোলাহাট এলাকায় ভাঙ্গারী ব্যবসার আড়ালে অনেক বছর ধরে কারখানার চোরাই মালামাল ক্রয় ও পাচার সিন্ডিকেটের মূল হোতা তিনি। তার একাধিক গোডাউন রয়েছে।

বিগত আওয়ামী লীগ আমলে দলীয় দাপটে প্রকাশ্যে এই সিন্ডিকেট কারখানায় চুরির মহোৎসব চালিয়েছে।

NJ
আরও পড়ুন