ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বললেন ম্যাজিস্ট্রেট, দায়িত্ব থেকে প্রত্যাহার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

পঞ্চগড়ে বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটের নৌকা ট্রাজেডির রিপোর্ট করতে গেলে সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে অসদাচরণের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার পরপরই ওই ম্যাজিস্ট্রেটকে আওলিয়া ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

রোববার (২১ সেপ্টেম্বর) বোদা মাড়েয়ার করতোয়া নদীর আউলিয়া ঘাটে কয়েকজন সাংবাদিক নৌকাডুবির ৩ বছর পূর্তির খবর সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের অভিযোগ, খবর সংগ্রহ করতে গিয়ে ঘাট পার হতে নৌকায় চড়তে গেলে নৌকায় উঠতে বাধা দেন ঘাটে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান। একই সময়ে ৩/৪টি নৌকায় মোটরসাইকেলসহ যাত্রী পারাপার হতে দেখতে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন, অন্যরা মোটরসাইকেল নিয়ে পার হচ্ছেন, আমরা কেন সংবাদ সংগ্রহের কাজে যেতে পারব না?

সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বলেন, আপনি আল জাজিরা, বিবিসি বাংলা আর আর্ন্তজাতিক সাংবাদিক হন আর যেই সাংবাদিক হন, তাতে আমার যায় আসে না। যেতে পারবেন না। তার এমন আচরণ সাংবাদিকরা ক্যামরায় রেকর্ড করলে তিনি আরও অশালীনভাবে বলেন, আপনারা সন্ত্রাসী। সন্ত্রাসীর মতো কার্যক্রম করছেন। এ সময় ওই ঘাট এলাকায় শতাধিক লোকজনের উপস্থিতিতে সাংবাদিকদের সাথে অসদাচরণ করে অপমান করার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

বাংলাভিশন টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি মোশারফ হোসেন বলেন, স্মরণকালের নৌকা ট্রাজেডির ৩ বছর পূর্তির খবর সংগ্রহ করতে গিয়ে এমন ঘটনার স্বীকার হলাম। ঘাটে নৌকায় চড়তে বাঁধা দিয়ে সাংবাদিক পরিচয় শুনে রেগে গিয়ে ওই ম্যাজিস্ট্রেট বলেন, আল জাজিরা সাংবাদিক হন যে সাংবাদিক হন, যেতে পারবেন না। অন্যরা যেতে পারলে আমরা কেন যেতে পারবো না, এ কথা বলে তিনি আমাদের বলেন, আপনারা তো সন্ত্রাসী। সাংবাদিককে এভাবে সন্ত্রাসী বলে গালিগালাজ করতে পারেন না।

আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ফাহিম হাসান বলেন, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে মহালয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে ম্যাজিস্ট্রেট আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে বাধা দেন। অথচ ঘাট ফাঁকা ছিল এবং অন্যদের মোটরসাইকেল পার হতে দেখা যায়। এমনকি ইউএনও নিজেও মোটরসাইকেল নিয়ে নৌকায় পার করছিলেন। তাহলে সাংবাদিকদের কেন বাধা দেওয়া হলো? এমন অভিযোগ আরও কয়েকজন সাংবাদিকের।

ঘটনার সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে সাংবাদিকরা তাকে বিষয়টি জানান। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

জেলা প্রশাসক সাবেত আলী সাংবাদিকদের জানান, এ ঘটনায় ওই ম্যাজিস্ট্রেটকে আউলিয়ার ঘাটের সার্বিক কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে মহালয়ায় যোগ দিতে শতাধিক যাত্রী বহনকারী নৌকা ডুবে যায়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৭১ জনের প্রাণহানি ঘটে। নৌকাডুবির ৩ বছর পূর্তি ও বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উপলক্ষে ৬-৭ জন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

NJ
আরও পড়ুন