ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাথরকাণ্ডে কোম্পানীগঞ্জের ইউএনও বদলি  

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর লুটের ঘটনায় ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা ও তা ঠেকাতে ব্যর্থতার কারণে ইউএনও আজিজুন্নাহা বদলি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয়।  

ইউএনও আজিজুন্নাহা দায়িত্বশীল আচরণ না করে উল্টো লুটপাটে সহযোগিতার অভিযোগ উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।  

ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়।

MH/FJ
আরও পড়ুন