দেশের একটি জনপ্রিয় সবজি বেগুন। সবজির তালিকায় বেগুনের রয়েছে ব্যাপক চাহিদা। সেই বেগুন চাষ করে সফলতা পেয়েছেন হবিগঞ্জের মাধবপুরের কৃষক শানু মিয়া। বেগুনে যেন তার ভাগ্য পরিবর্তন হয়েছে।
উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের শানু মিয়া এক সময় ছোট পরিসরে কৃষি কাজ করলেও এখন তিনি এলাকার একজন সফল কৃষক।
এ বছর বেগুন চাষ করে সফলতা পেয়েছেন তিনি। তার উৎপাদিত বেগুন ভালো মানের হওয়ায় দুর-দূরান্ত থেকে কৃষকরা জমি থেকে পাইকারি দামে কিনে নিয়ে যাচ্ছে।

কৃষক শানু মিয়ার জমিতে গিয়ে দেখা যায়, তার জমিতে গাছে ঝুলছে বেগুনগুলো। কোনটি ছোট, আবার কোনটি বেশ বড়। কয়েকজন শ্রমিক জমিতে পরিচর্যার কাজ করছেন।
কৃষক শানু মিয়া জানান, এ বছর তিনি ৯০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। বেগুন চারা খরচ, রোপণ, পরিচর্যা, শ্রমিক খরচ, পোকা দমনের ঔষধসহ খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকার মতো। এ পর্যন্ত বিক্রি করেছেন ৪ থেকে ৫ লাখ টাকা। আরও ১০/১২ লাখ টাকার বেগুন বিক্রি হবে।
তিনি আরও জানান, প্রতি কেজি বেগুন পাইকারি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। ছোট বেগুনগুলো বিক্রি হচ্ছে ৫০ টাকার মতো।
শানু মিয়ার দাবি, কৃষি অফিস থেকে প্রশিক্ষণসহ সহযোগিতা করা হলে তিনি আরও অনেক কিছু শিখতে পারতেন।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, শানু মিয়াকে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে
