ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধানের শীষের পক্ষে জনমত গঠনে আনিসুল হকের উঠান বৈঠক

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৪ ও ২নং ওয়ার্ড বিএনপির নেতাদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১ নভেম্বর) বিকেলে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। মা-বোনদের সক্রিয় অংশগ্রহণই আগামী নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি। হাওরাঞ্চলের মানুষ, বিশেষ করে নারীরা, শিক্ষা ও কর্মসংস্থানে পিছিয়ে আছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পিছিয়ে থাকে, তবে জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
 
আনিসুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি বিশ্বাস করে নারীদের সুযোগ ও সক্ষমতা কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।
 
অনুষ্ঠানে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
NJ
আরও পড়ুন