ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুই আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম

প্রধান বিচারপতিকে দেওয়া আদালত বর্জনের কর্মসূচি সংক্রান্ত চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননার অভিযোগের বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও শাহ আহমেদ বাদল। রোববার (২৫  ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছেন। একই সঙ্গে তারা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনা করতে পারবেন না বলে আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিয়েছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন।  

আদালতে তাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি এই দুই আইনজীবীর পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য সময় আবেদন করা হয়। আদালত পরবর্তী আদেশের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন রাখেন। একইসঙ্গে আগে দেওয়া মামলা পরিচালনা না করতে তাদের ওপর ইতিপূর্বে দেওয়া আদেশ ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেন।

 

MB
আরও পড়ুন