ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাপার সাবেক এমপি কাদের খানের ৪ বছরের জেল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম

গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আব্দুল কাদের খানকে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ৬১ লাখ ৯২ হাজার ৭৯১ টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। তবে সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ওই ধারার অপরাধ থেকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের আগে কাদের খানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। 

গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনজুরুল ইসলামকে (লিটন) হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন কাদের খান।

এর কয়েক দিন পরেই কাদের খানের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৬ মে রমনা থানায় মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ।

SI/WA
আরও পড়ুন