জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (১২ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনাইদুর রহিমের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
ফলে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরে সাংগঠনিক কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ওয়াজি উল্লাহ। তিনি বলেন, আপিল বিভাগ বাদীর লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে জিএম কাদেরের দলীয় কার্যক্রমে আর কোনো বাধা রইল না। তিনি এখন থেকে দলের গঠনতন্ত্র অনুযায়ী সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
আদালতে জিএম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী ওয়াজি উল্লাহ ও শেখ মুহাম্মমদ সিরাজুল ইসলাম। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এম সাঈদ আহমেদ রাজা।
এর আগে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করা হয়।
গত ৫ ফেব্রুয়ারি গোলাম মোহাম্মদ (জিএম) কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বলে আদেশ দেন হাইকোর্ট। জি এম কাদেরের দায়িত্ব পালনে নিম্ন আদালতের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন এবং সেই সাথে নিষেধাজ্ঞার ওই আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি মো. আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
এরপর গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়।
গত বছরের ৪ অক্টোবর জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করে।
