সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা থেকে র্যাবকে সরানোর জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতে এ আবেদন করা হয়।
এর আগে সাগর-রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মামলার বাদী নিহত রুনির ভাই নওশের রোমান এ তথ্য দিয়েছেন।
নওশের রোমান বলেছেন, এত বছর আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম। বিচার চাওয়াও লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল। ওই সরকার যেহেতু নেই তাই মনে করছি কিছু হতে পারে।
আইনজীবী শিশির মনির হাইকোর্টে সাংবাদিকদের জানান, এ মামলার নতুন করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিতে আদালতে আবেদন করা হবে। এত দিন এ মামলার তদন্তের ভার র্যাবের হাতে ন্যস্ত ছিল। এখন পর্যন্ত শতবারের বেশি সময় নিয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সংস্থাটি।
