দেশের বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে আনা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগের প্রেক্ষিতে তার বিপুল সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৬ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করেন।
আবেদনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন দুদকের উপ-পরিচালক তানজির হাসিব সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- খিলক্ষেতের ছয়তলা ভবনের ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাট (৬৯৯ বর্গফুট এবং ৮২৩ বর্গফুট), মিরপুরের ডিওএইচ এলাকায় ২,২৫০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট, মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন সাততলা ভবন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ দশমিক ৮৪ শতাংশ জমি।
এছাড়াও, আদালতের নির্দেশে তার ছয়টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, এয়ার চীফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া বিদেশে অর্থপাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত সম্পদগুলোর বেশিরভাগই জ্ঞাত আয়ের বাইরে অর্জিত বলে দুদক দাবি করেছে।
দুদক অনুসন্ধানে আরও দেখা গেছে, শেখ আব্দুল হান্নান সম্পদগুলো অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে, সম্পদগুলো জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ না করলে পরে সেগুলো পুনরুদ্ধার করা কঠিন হতে পারে বলে আদালতের কাছে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার (৫ মে) আদালত শেখ আব্দুল হান্নান এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে।
জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি ৮ মে