রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ‘ভুয়া’ র‍্যাব গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম

রাজধানীর পল্টন এলাকায় ‘ভুয়া’ র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের জ্যাকেট (কটি), হ্যান্ডকাফ ও ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, একটি চক্র ভুয়া র‍্যাব সেজে ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পল্টন এলাকায় অভিযান চালিয়ে প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার আসামিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

SN