ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অপারেশন ডেভিল হান্ট: কক্সবাজারে  আটক ২৮

‘রামুর মন্ডল পাড়া থেকে আটক করা হয় সাবেক হুইপ ও এমপি সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারী (পিএস) ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিককে।’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার জেলা পুলিশের 'অপারেশন ডেভিল হান্ট' অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে গত দুইদিনে সাবেক হুইপ কমলের পিএস, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। 

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সদর, রামু, উখিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া থানায় পৃথক অভিযান চালিয়ে এই ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে মঙ্গলবার সকাল ১১ টার দিকে রামুর মন্ডল পাড়া থেকে আটক করা হয় সাবেক হুইপ ও এমপি সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারী (পিএস) ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিককে। বিষয়টি নিশ্চিত করেছে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী। 

অন্যদিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ কামালকে আটক করে মহেশখালী থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুতুবজোমের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।

এরআগে কক্সবাজার সদর থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আয়েশা সিরাজ, শ্রমিক লীগ নেতা নূরুল আলম (৪৫), পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ (৫৬) এবং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল সোহেল (২৭)।

ওসি মো. ইলিয়াস খান জানান, আয়েশা সিরাজ গণ-আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়াম এলাকায় আত্মগোপনে থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন এবং রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রেজাউল করিম।

মহেশখালী থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন, বড়মহেশখালী ইউনিয়নের গোরস্তান পাড়ার সিরাজ মিয়া (৫০) ও জেলা আওয়ামী লীগের নেতা ডা. নূরুল আমিনের ছেলে মো. ছাদেক উল্লাহ (৫৫)। পেকুয়া থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন, রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মো. ফোরকান, যিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

কুতুবদিয়া থানার অভিযানে গ্রেফতার হয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি তুহিন, যিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি বাড়িতে ফেরার খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

চকরিয়া থানার অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, 'অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে জেলা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। অনেকটা নির্ঘুম রাত কাটছে জেলা পুলিশ। 

তিনি বলেন, 'অপারেশন ডেভিল হান্ট’ তদারকির জন্য স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার সার্কেলদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। 

AA
আরও পড়ুন