ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মানিলন্ডারিং মামলায় সাবেক এমপিসহ ৩৩ জনের নাম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম

সাবেক সংসদ সদস্য লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন। তিনি জানান, জনশক্তি রপ্তানির নামে গড়ে ওঠা এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। এ ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করার ঘোষণা দেয় সিআইডি। তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্য সদস্যদের সম্পৃক্ততার তথ্য উঠে আসে।

সিআইডি জানায়, রুহুল আমিন স্বপন ‘ক্যাথারসিস ইন্টারন্যাশনাল’ নামের জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের মাধ্যমে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। ঢাকার বসুন্ধরা, বনানী ও উত্তরা এলাকায় প্রতিষ্ঠানটির নামে থাকা ৭টি দলিলে প্রায় ২৩১ কাঠা জমির ওপর গড়ে তোলা অবকাঠামোসহ ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আদেশে এসব সম্পত্তি ক্রোক করা হয়। এদিকে সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনসহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে।

DR
আরও পড়ুন