ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের লাগাতার কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:৩৩ পিএম

সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল না করা পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুল মোতালেব।

তিনি বলেন, সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ৩৭টি বিশ্ববিদ্যালয় কর্মবিরতি কর্মসূচি পালন করছে। বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে তিন দিনের কর্মসূচি চলছিল। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে। আমাদের দাবি না মানলে প্রয়োজনে আমরা অবরোধ কর্মসূচি পালন করব।

MB/FI
আরও পড়ুন