পেনশন স্কিম নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক স্থগিত

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২:১২ পিএম

সর্বজনীন পেনশনের 'প্রত্যয় স্কিম' নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান ফলকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নিজামুল হক ভূঁইয়া বলেন, আজ বেলা ১১টায় ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন, অচিরেই তিনি বৈঠকের বিষয়ে জানাবেন। আপাতত বৈঠক স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, পেনশন সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

MB/FI
আরও পড়ুন