ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় হত্যাযজ্ঞ বন্ধে ব্র্যাক শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর মেরুল বাড্ডায় নিজেদের স্থায়ী ক্যাম্পাসের সামনে জড়ো হতে শুরু করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তাদের কর্মসূচি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলছিল।

শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদের বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো নীরবে গণহত্যার সমর্থন দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এই নির্মম গণহত্যার প্রতিবাদে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানান তারা। এছাড়া বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে বৈশ্বিক ফোরামে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা। 

এছাড়া তারা ফিলিস্তিনদের পক্ষে এবং বর্বর হামলা বন্ধের দাবিতে স্লোগান দেন। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

SN
আরও পড়ুন