নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি পরীক্ষায় পাস করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নর্থ সাউথের ক্যাম্পাসে সশরীর হাজির হয়ে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত ওই প্রোগ্রামের সামার সেশনের (২০২৫) ভর্তি পরীক্ষায় অংশ নেন আসিফ মাহমুদ।
বুধবার (৩০ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তাতে নর্থ সাউথের রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ার রিজওয়ান কবির এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) পরিচালক এস কে তৌফিক এম হকের স্বাক্ষর রয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ ৯ জনের তালিকায় ৫ নম্বরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আছে।
এর মধ্যদিয়ে তিনি সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।
