চলতি বছরের একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭৬৫। এছাড়া একজন শিক্ষার্থীও পায়নি ৩৭৮টি কলেজ, আর ১০টি কলেজে কোনো আবেদনই করা হয়নি।
জিপিএ-৫ পেয়েও ৫৭৬৫ শিক্ষার্থী কলেজ না পাওয়ার বিষয়ে শিক্ষা বোর্ড বলছে, প্রাপ্ত নম্বরের সঙ্গে সামঞ্জস্য রেখে পছন্দের কলেজ নির্ধারণ না করায় প্রথম ধাপে কোনো কলেজে স্থান পায়নি। তবে দ্বিতীয় ধাপে তারা সুযোগ পাবে বলে জানা গেছে।
বুধবার (২০ আগস্ট) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।
জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কলেজ পছন্দ দেওয়ার সময় অনেকেই শুধু ভালো মানের কলেজকে প্রাধান্য দিয়েছে। অথচ তাদের উচিত ছিল প্রাপ্ত নম্বরের সঙ্গে সামঞ্জস্য রেখে পছন্দ নির্ধারণ করা। তবে সবাই শেষ পর্যন্ত কলেজে ভর্তির সুযোগ পাবে। যারা প্রথম ধাপে কোনো কলেজে স্থান পায়নি, তারা দ্বিতীয় ধাপে সুযোগ পাবে।
প্রসঙ্গত, এবার একাদশে ভর্তির জন্য আবেদন করেছে করে ফি জমা দিয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী। ভর্তির জন্য মনোনয়ন মনোনীত হয়েছে এ সংখ্যা মোট আবেদনকারী ৯৮ শতাংশ। বাকি ২ শতাংশ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনয়ন পায়নি। সারা দেশে ভর্তিযোগ্য কলেজের মধ্যে ৯৫ শতাংশ কলেজ ভর্তির জন্য শিক্ষার্থী পেয়েছে। বাকি ৫ শাতংশ একজন শিক্ষার্থীও পায়নি।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গত ৩০ জুলাই থেকে শুরু হয়ে গত ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত চলে। এ সময়ে মোট আবেদন করেছেন ১০ লাখ ৭৭ হাজার ৫৮২ জন শিক্ষার্থী।
