চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। শেষদিনে ছিল উপচে পড়া ভিড়। মনোনয়নপত্র বিতরণের ৩ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন ১ হাজার ৮৮ জন প্রার্থী।
এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) মনোনয়ন নিয়েছেন ৪৮৮ জন। অন্যদিকে হল সংসদে ৬০০ জন মনোনয়ন নিয়েছেন। ছেলেদের হলে মনোনয়ন নিয়েছেন ৪৫২ জন। আর মেয়েদের হলে মনোনয়ন নিয়েছেন ১৪৮ জন।
হল ভিত্তিক মনোনয়ন সংগ্রহ
আলাওল হলে ৩৯ জন, এফ রহমান হলে ৪২, শাহজালাল হলে ৪১, শাহ আমানত হলে ৪৬, সোহ্রাওয়ার্দী হলে ৭৫, শহীদ আব্দুর রব হলে ৩৭, মাস্টারদা সূর্যসেন হলে ৩৯, শহীদ ফরহাদ হোসেন হলে ৫৮, অতীশ দীপঙ্কর হলে ৪৯, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২৬ জন।
শামসুন নাহার হলে ২৫ জন, প্রীতিলতা হলে ৩৩, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭, বিজয় ২৪ হলে ৩৯, নবাব ফয়জুন্নেছা হলে ১৪ জন মনোনয়ন নিয়েছেন।
