জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি সংশোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। ব্যাবহারিক পরীক্ষা ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন সকাল ৭টায় শুরু হবে।
এছাড়াও পরীক্ষাসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিই অনুসরণ করতে পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
চুয়েটে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা