৪৩ ও ৪৪তম বিসিএস চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম

পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হয়েছেন এমন অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছেন ৪৩ ও ৪৪তম বিসিএস চাকরিপ্রত্যাশীরা। 

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত প্রার্থীরা নানা স্লোগানে তাদের দাবি ও ক্ষোভ প্রকাশ করেন। তাদের কণ্ঠে শোনা যায়, ‘সিন্ডিকেটের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘৪৪-এর পদ বৃদ্ধি করতে হবে, করতে হবে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।

সমাবেশে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা  তিন দফা দাবি তুলে ধরেন-

> ৪৪তম বিসিএসের অধিযাচিত পদসহ পুনঃফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।

> ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা ২০২৫’ প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং ৪৩, ৪৪তমসহ চলমান সব বিসিএস থেকে অধিক হারে নন-ক্যাডার পদে সুপারিশ করতে হবে।

> ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদগুলোতে দ্রুত সুপারিশ করতে হবে।

সমাবেশে অংশগ্রহণকারী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমরা আশা করি, তিনি দ্রুত ৪৩ ও ৪৪তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের ন্যায্য দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, যথাযথ প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পরও অধিযাচিত পদে সুপারিশ না পাওয়া, নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং সংশ্লিষ্ট বিধিমালার অনিষ্পন্নতা তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

DR/MMS
আরও পড়ুন