ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কার জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:১৭ পিএম

নানা কারণেই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। অবশ্য আলোচনা কখনো সমালোচনাতেও রূপান্তরিত হয়। এবার খাসি কোরবানি দিয়ে আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

গতবারের পর এবারেও অপু বিশ্বাস কোরবানি দিয়েছেন। গত বছর ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছেন অপু বিশ্বাস। কয়েক বছর ধরেই ছেলের পছন্দে ছাগল কোরবানি দিচ্ছেন তিনি। এ বছরও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর মাংস কাটার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

যেখানে অপুকেও দেখা গেছে, কসাইদের পাশে বসে মাংস কাটাকাটিতে সাহায্য করতে। ভিডিওতে অভিনেত্রী জানান, খাসি কোরবানি দিয়েছেন তিনি। 


এরপরই অপর একটি ভিডিওতে দেখা গেছে, মাটির চুলায় অপু বিশ্বাসকে মাংস রান্না করতে। সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

যেখানে অপু বলছেন, ‘কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না, নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, স্পেশাল কেউ খাবে।’

এদিকে, অভিনেত্রীর সেই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। ভক্তরা বলছেন, পছন্দের মানুষ শাকিব খানের জন্যই হয়তো রান্না করছেন অপু বিশ্বাস। আবার কেউ বলছেন, সব আয়োজন ছেলে আব্রাম খান জয়ের জন্য। কয়েক দিন আগে শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছিল।

RF
আরও পড়ুন