ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন, স্বামী রকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে। মাহি বলেছেন, আমি তার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বললে নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারবো না। আমরা দুই জনেই এ সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তবে যখন দেখেছি লাভ হচ্ছে না, তখন চেষ্টা ছেড়ে দিয়েছি। এক সঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান মাহি।
সাক্ষাৎকারে এই অভিনেত্রী আরও বলেন, রকিবের সঙ্গে আমার নিয়মিত ফারিশের বিষয়ে কথা হয়। আমাদের সম্পর্ক নেই। কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।
নিজের রাজনৈতিক জীবন নিয়ে মাহি বলেন, আমি জীবনে যতটুকু রাজনৈতিক অর্জন করেছি, তার পুরোটাই ওর (রকিব সরকার) জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যেকোনো কিছু ও এতো সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনোই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রকিবের। ও মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।
গেল ফেব্রুয়ারির ১৬ তারিখ রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও দিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। যার নাম রাখেন ‘ফারিশ’।
