বৃদ্ধ মায়ের চরিত্রে দারুণ অভিজ্ঞতা হয়েছে মাহির

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পিএম

সদ্য শেষ হওয়া ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ঢালিউডের ১১টি সিনেমার মধ্যে অন্যতম ‘রাজকুমার’। হিমেল আশরাফ নির্মিত এই সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে দেখা গেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। এই সিনেমায় মাহির করা চরিত্রের বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও মুক্তির আগেই তা জানাজানি হয়ে যায়। এরপর থেকেই পর্দায় শাকিবের মাকে দেখতে জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা।

এদিকে ‘রাজকুমার’ মুক্তির পর মাহির চরিত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই বৃদ্ধার চরিত্রে মাহির অভিনয়ের প্রশংসা করেছেন। আবার মেকআপ নিয়েও মন্তব্য করেছেন সিনেমাপ্রেমীদের একাংশ।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে এই প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, ফেসবুকে অনেকেই আমাকে নিয়ে রিভিউ দিয়েছেন, অনেকেই তো দেখছি প্রশংসা করছেন। দুই-একজন মেকআপের ব্যাপারে কথা বলেছেন। কিন্তু শুটিংয়ের সময় মেকআপ নিয়ে আমার কাছে সমস্যা মনে হয়নি। তাছাড়া এই চরিত্রের জন্য আমার মেকআপ নিতে আড়াই ঘণ্টা লাগত, তুলতেও আড়াই ঘণ্টা। উপযুক্তভাবেই মেকআপ করা হয়েছিল।

জানা গেছে, মাহিকে নিয়ে শুটিং হয় রাঙামাটির সাজেকের লোকেশনে। শাকিবের ৬৫ বছরের মায়ের চরিত্রে মাহিকে তৈরি করতে ভারত থেকে মেকআপশিল্পীকে আনা হয়েছিল।

চরিত্রটি নিয়ে মাহি বলেন, আমি গতানুগতিক চরিত্র থেকে একটু বের হয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। বলিউডে দীপিকা যদি মায়ের চরিত্র করতে পারে, তাহলে আমি করলে সমস্যা কোথায়?

মাহি আরও বলেন, আমার কাছে মনে হয় হিমেল আশরাফ নির্মাতা হিসেবে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন। তিনি আমাকে যখন চিন্তা করেছেন, আমার বিশ্বাস তিনি আমাকে ওইভাবেই উপস্থাপন করবেন। তাই কাজটি করেছি। এছাড়া সিনেমার প্রযোজক আরশাদ আদনান আমাকে কাজটি করার জন্য বলেছেন, তাই করেছি।

বৃদ্ধ মায়ের চরিত্রটি করতে দারুণ অভিজ্ঞতা হয়েছে জানিয়ে মাহি বলেন, সিনেমায় সন্তানের সঙ্গে বৃদ্ধ মায়ের কথোপকথনের জায়গাটা খুবই আবেগময়। চরিত্রটি করার সময় আমার সন্তান ফারিশকেই কল্পনায় রেখেছি। ফলে সহজেই পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি।

SN/WA