ঢালিউডে বেশ পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ‘লাভ স্টেশন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ২০১৪ সালে ঢালিউডে পা রাখেন তিনি। এ ছাড়াও তিনি রাজধানীর সাফেনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ থেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন। সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয় বউ হওয়ার গুঞ্জনে আলোচনায় আসেন তিনি। এরপর তমা মির্জা ও শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে আবারও নতুনভাবে আলোচনায় আসেন এই নায়িকা।
এবার এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে আলোচনার একপর্যায়ে মেডিকেল শিক্ষকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। খারাপ প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে তিনবার ফেল করতে হয়েছে বলেও জানান তিনি।
মিষ্টি জান্নাত বলেন, প্রযোজকরা সুন্দরী নায়িকাদের বিভিন্ন প্রস্তাব দেয়। প্রেমও শুরু করেন। আমি সেসব প্রস্তাবে রাজি হইনি, প্রেমও করিনি; ওসব সিনেমায় কাজও বাতিল করে দিয়েছি। এগুলো যে শুধু মিডিয়াতে হয় এমন না, এগুলো অন্য সেক্টরেও হয়।
তিনি বলেন, যদি মেডিকেল সেক্টরের কথা বলি- আমি যখন প্রথম বর্ষে পড়ি, তখন এক শিক্ষক আমাকে রুমে জোরপূর্বক ডেকে নিয়ে প্রভা আপুর একটি ভাইরাল ভিডিও দেখিয়েছিল এবং খারাপ প্রস্তাব দিয়েছিলো। আমি রাজি হইনি। ফলে আমাকে তিনবার ফেল করানো হয়েছে। এ ঘটনায় প্রিন্সিপালের কাছে নালিশও করেছিলাম। কোনো প্রতিকার পাইনি। শুধু তাই নয়, অন্য শিক্ষকরাও ডিস্টার্ব করেছে। আমার পোশাক নিয়ে কটু কথা বলত। এক শিক্ষক আমার ওয়াশরুমেও ঢুকে পড়েছিলো। এ ঘটনায় সেসময় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
