ঢাকায় গাইবেন পাকিস্তানের আইমা বেগ, কবে?

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম

দেশের কনসার্টে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত জুলাইয়ের পর ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম, ব্যান্ড জাল ও রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা। এবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ।

ইয়ামাহা মিউজিকের আয়োজনে ১২ এপ্রিল ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি।

কনসার্টের ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ। বিষয়টি ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, কনসার্টটি নিয়ে এরই মধ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে টিকিট ছাড়া হবে।

এদিকে প্রথমবারের মতো বাংলাদেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী মুস্তাফা জাহিদ। যাদের কনসার্ট অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।

JA/AHA
আরও পড়ুন