ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভাইয়ের মৃত্যুতে চিকিৎসা ব্যবস্থার প্রতি মাহির ক্ষোভ

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:০০ পিএম

ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহির কাজিন আবু শাহেদ রাসেল একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনাটি ঘটে শনিবার (২৮ জুন) রাতে ফেনী থেকে ঢাকা ফেরার পথে। তবে মাহি মনে করছেন হত্যা করা হয়েছে তাকে। এর পেছনও কারণ দেখিয়েছেন তিনি। চিকিৎসা ব্যবস্থার গাফিলতির কারণে  তার মৃত্যু হয়েছে বলে জানান মাহি।

নিজের ফেসবুকে এক পোস্টে মাহি লিখেছেন, আমি গভীর শোকের সাথে জানাচ্ছি, আমার কাজিন ছোট ভাই যে আমাদের সাথে আমাদের বাসায় থাকত একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। একটি নোয়া গাড়ি ২-৩ বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়, গাড়িটি পানিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙে পানির নিচ থেকে তোলে, কিন্তু এরপর যা ঘটে, সেটা আরও ভয়ংকর।

অভিনেত্রী লেখেন, হাসপাতাল ওকে ভর্তি নেয়নি, কারণ ওরা চিন্তা করছিল কোথাকার কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কারা এই সব হিসাব। একজন মানুষের জীবন তাদের কাছে মূল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে, কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো। যথাযথ চিকিৎসা হয়নি।

প্রশ্ন তুলে সামিরা মাহি বলেন, আমার প্রশ্ন, প্রথমে কি আসা উচিত- একজন মানুষের জীবন, না টাকা-পয়সার হিসাব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না- এ কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে?

সবশেষে লেখেন, এই সমাজ, স্বাস্থ্য ব্যবস্থা, মনুষ্যত্ব- সবকিছু আজ প্রশ্নের মুখে। আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারও পরিবারের সাথে এমন হোক। আজকে আমার ভাই কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।

AA/FJ
আরও পড়ুন