ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভক্তদের চমকে দিয়ে নতুন রূপে পূর্ণিমা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও আলোচনায় এসেছেন নতুন লুকে। নব্বই দশকের শেষ দিক থেকে চলচ্চিত্রে অভিষেক হলেও এখনো তার মোহময় উপস্থিতি দর্শকের হৃদয়ে সমানভাবে দোলা দেয়। বয়স কেবল সংখ্যামাত্র এই কথার জীবন্ত উদাহরণ পূর্ণিমা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা যায় ভিন্ন লুকে সিল্কি কালো পোশাক, চুলে ব্রাউন রং ও ওয়েভি স্টাইল, আর সঙ্গে মিষ্টি হাসি। ভক্তদের উদ্দেশে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার নতুন লুক আর নতুন লুক মানেই নতুন ভাইব।’

ছবিগুলো প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকে মন্তব্য করেন, পূর্ণিমা আগের মতোই সুন্দর। একজন লেখেন, ‘একটুও বয়স বাড়েনি আপনার।’ আরেকজন প্রশংসা করেন তার লুক ও স্টাইলের।

২০০৩ সালে যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান পূর্ণিমা। এরপর ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে তার অভিনয়ও দর্শকের প্রশংসা কুড়ায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল ছবি উপহার দিয়ে আজও তিনি আছেন সমানভাবে আলোচনায়।

NB/SN
আরও পড়ুন