ঢাকা ও কলকাতা দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজের সূত্রে প্রায়ই তার আশা যাওয়া থাকে দুই শহরে। মন পড়ে থাকে কলকাতায়, আবার জন্মভূমি বাংলাদেশের টানও তাকে টেনে আনে ঘরে। এবারের দুর্গাপূজাও কাটলো এমন দুই বাংলার আবেগে জড়িয়ে।
শারদীয় দুর্গোৎসবের শুরুটা জয়া করেছেন কলকাতায়। পূজা পরিক্রমা, রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা সবকিছু উপভোগ করেছেন তিনি। নবমীর সকালেই আবার ঢাকা ফিরেছেন নিজের বাড়ির পূজামণ্ডপে যোগ দিতে।

কলকাতায় পূজা অভিজ্ঞতা নিয়ে ভারতীয় গণমাধ্যমকে জয়া আহসান বলেন, ‘দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।’
দুই বাংলার পূজার মধ্যে পার্থক্যের কথাও বলেছেন তিনি। তার ভাষায়, ‘হ্যাঁ, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।’

তবে কলকাতার প্রতি গভীর ভালোবাসা থাকলেও দেশের টানেই তড়িঘড়ি করে ফিরতে হয়েছে জয়াকে। জানা গেছে, ঢাকায় যে কম্পাউন্ডে তিনি থাকেন, সেখানেও পূজা বেশ ঘটা করে হয়। তৈরি হয় বিশাল মণ্ডপ, প্রতিমা দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। তাই নিজের এলাকার পূজামণ্ডপে যোগ দিতে কলকাতা থেকে দ্রুত দেশে ফিরেছেন অভিনেত্রী।
