‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনা। ভারতের এই অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকারাও। অক্ষয় থেকে সুনীল শেট্টি, দীপিকা থেকে আলিয়া সবাই অপারেশন সিঁদুরকে কুর্ণিশ জানিয়েছেন। অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। এই ঘটনায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের সেনাদের প্রশংসা করেছেন।
একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ওরা বলেছিল মোদিকে বলে দিও... আর মোদি দেখিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুর জয় হোক।’
সেনাদের সুস্থতা ও সুরক্ষার কামনা করে কঙ্গনা লিখেছেন, ‘যারা আমাদের রক্ষা করেন, ঈশ্বর যেন তাদের রক্ষা করেন। ভারতীয় সেনার জয় হোক, শক্তি হোক, সাফল্য হোক।’
প্রসঙ্গত, জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।
অভিনেত্রীকে মারধরের অভিযোগ, জবাব দিলেন শামীম