ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দশম শ্রেণিতে সামান্থা কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন? 

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম

দক্ষিণি সিনেমার সুপারস্টার বলে খ্যাত সামান্থা রুথ প্রভু বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। কখনও অসুস্থতার খবরে, আবার কখনও লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে। সম্প্রতি তেমনই আগ্রহের কেন্দ্রে এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

দশম শ্রেণির পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন তিনি, সেই তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার মার্কশিট ও শিক্ষিকার মন্তব্য দেখে মুগ্ধ নেটিজেনরা।

ভাইরাল হওয়া মার্কশিট অনুযায়ী, সামান্থা দশম শ্রেণিতে প্রতিটি বিষয়েই অসাধারণ ফল করেছেন। বিশেষ করে, গণিতে তিনি পেয়েছেন ১০০ নম্বর, যা সত্যিই প্রশংসার যোগ্য। এছাড়া, ইংরেজিতে ৯০, তামিল/হিন্দিতে ৮৮ এবং ইতিহাসে ৯১ নম্বর পেয়েছেন তিনি। এমন দুর্দান্ত ফল দেখে ভক্তরাও উচ্ছ্বসিত।

শুধু মার্কশিট নয়, সামান্থার এক শিক্ষিকার একটি নোটও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই নোটে শিক্ষিকা লিখেছেন, ‘সামান্থা আমাদের স্কুলের সম্পদ।’ শিক্ষিকার এই মন্তব্য অভিনেত্রীর ভক্তদের মাঝে আরও বেশি প্রশংসা কুড়িয়েছে। সামান্থার এই মার্কশিট দেখার পর ভক্তরা তার শিক্ষাগত যোগ্যতারও ভূয়সী প্রশংসা করছেন।

সামান্থা নিজেই তার এক্স (আগের টুইটার)-এ ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘হা হা, এটা আবার সামনে চলে এলো। আউউউ।’ ভক্তরা তার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে তিনি এত ভালো নম্বর পেয়েছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি সামান্থা ব্যস্ত আছেন ‘সিটাডেল’ সিরিজে অভিনয় নিয়ে। এতে তার বিপরীতে আছেন বরুণ ধওয়ান। সামান্থা বরুণ ছাড়াও একঝাঁক তারকা রয়েছেন সিরিজটিতে।

RK/AHA
আরও পড়ুন