নেটফ্লিক্সের রেকর্ড ব্রেকিং হিট সিরিজ হিসেবে ‘স্কুইড গেমস ৩’-এর নাম এখন সবার মুখে মুখে। ২০২১ সালে যখন দক্ষিণ কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’ মুক্তি পায়, তখনই নেটফ্লিক্সে রেকর্ড গড়ে। ভিউতে অতীতের সব মাইলফলক ছাপিয়ে যায়। এরপর সিরিজটির দ্বিতীয় সিজনও গড়েছিল রেকর্ড। এবার তৃতীয় সিজনে এসেও সে ধারা অব্যাহত রইলো।
২৭ জুন এসেছে ‘স্কুইড গেম ৩’। এবারও চমক দেখাচ্ছে সিরিজটি। মুক্তির প্রথম তিন দিনের ভিউতে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই মৌসুম। নেটফ্লিক্সের তথ্য অনুসারে, প্রথম তিন দিনে সিরিজটি দেখা হয়েছে ছয় কোটি ১০ লাখ বারের বেশি। যা ডেভিউ উইকেন্ডে সর্বোচ্চ।
শুধু তাই নয়, মাত্র তিন দিনের ভিউতে এটি নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় অ-ইংরেজি সিরিজের তালিকায় ৯ নম্বরে চলে এসেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই প্রথম সারিতে উঠে আসবে এটি। সর্বাধিক ভিউ নিয়ে এখনো এক নম্বরে আছে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন।
টাকার জন্য মরণের খেলায় সাজানো এ সিরিজের গল্প। হোয়াং ডং-হিউকের সিরিজটিতে অভিনয় করেছেন লি জাং-জি, লি বিউং-হুন, উই হা-জুন প্রমুখ।