সত্তর বছর বয়সে বাবা হয়েছেন গোল্ডেন গ্লোবজয়ী মার্কিন অভিনেতা কেলসি গ্রামার। তার চতুর্থ স্ত্রী কেট ওয়াশ সম্প্রতি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। দম্পতি নবজাতকের নাম রেখেছেন ক্রিস্টোফার। এটি কেলসির অষ্টম সন্তান।
বাবা হওয়ার খবরে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। ভক্তরা অভিনন্দন জানিয়ে লিখছেন, অভিনয় জীবনের মতো ব্যক্তিগত জীবনেও চমক দেখালেন এই বর্ষীয়ান তারকা।
কেলসি গ্রামার ও কেট ওয়াশের বিয়ে হয় ২০১১ সালে। কেটের বর্তমান বয়স ৪৬ বছর। এই দম্পতির এটি চতুর্থ সন্তান। তাঁদের বড় মেয়ে ফেইথ (১২), দ্বিতীয় ছেলে গ্যাব্রিয়েল (১০) এবং তৃতীয় ছেলে জেমস (৮) এর পর এবার চতুর্থ সন্তান ক্রিস্টোফার এসেছে পরিবারে নতুন আনন্দ নিয়ে।
১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সেন্ট থমাসে জন্মগ্রহণ করেন কেলসি গ্রামার। ১৯৮২ সালে তিনি প্রথম বিয়ে করেন ডোরিন অল্ডারম্যানকে। ১৯৮৩ সালে প্রথমবারের মতো বাবা হন তিনি। দীর্ঘ সাত দশকে তাঁর মোট আট সন্তান রয়েছে।
কেলসির অন্যান্য সন্তানরা হলেন স্পেন্সার (প্রথম স্ত্রী ডোরিন অল্ডারম্যানের সঙ্গে), গ্রিয়ার (ব্যারি বাকনারের সঙ্গে), এবং ম্যাসন ও জুড (তৃতীয় স্ত্রী ক্যামিল ডোনাটাচির সঙ্গে)।
দীর্ঘ চার দশকের অভিনয় ক্যারিয়ারে কেলসি গ্রামার ছয়বার এমি অ্যাওয়ার্ড, একবার গোল্ডেন গ্লোব, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড এবং প্রযোজক হিসেবে একটি টনি অ্যাওয়ার্ড জিতেছেন।
এবারও কলকাতা চলচ্চিত্র উৎসবে স্থান পায়নি ঢালিউড