মৃত্যুর ১৬ বছর পর রুপালি পর্দায় যেন জীবন্ত হয়ে উঠলেন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী মাইকেল জ্যাকসন। অন্তর্জালে মুক্তি পেয়েছে বিশ্বখ্যাত ‘কিং অব পপ’ তারকার বায়োপিক ‘মাইকেল’র টিজার। এ টিজারে যেন সংগীত ইতিহাসের কিংবদন্তির পূর্ণজন্ম খুঁজে পেলেন মাইকেল ভক্তরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে লায়নসগেট মুভিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘মাইকেল’র টিজার। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারেই চমকে যান মাইকেল প্রেমীরা।
সিনেমায় যেন অবিকল মাইকেল জ্যাকসনকেই খুঁজে পেলেন সিনেপ্রেমীরা। আর এ চমক সম্ভব হয়েছে অভিনেতা জাফার জ্যাকসনের জাদুতে।
জানা যায়, বিগ বাজেটের সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। যে কারণে জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল।
অল্প সময়ের টিজারেই মিললো গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর জয় করা কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত। নানা নাটকীয়তায় ভরপুর বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া।
চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। কেন্দ্রীয় চরিত্র জাফার ছাড়াও সিনেমাতে দেখা যাবে নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয়শিল্পীদের।
২০০৯ সালের ২৫ জুন, লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল এবং বেনজোডিয়াজেপাইন নেশার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পাবে নতুন বছর ২০২৬ সালের ২৪ এপ্রিল।
