দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে হারলেও তেমন মন খারাপে নেই ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির। তিনি জানান, সবাই নিশ্চয় ভাবছেন আমার ভীষণ মন খারাপ। কিছুটা তো মন খারাপ হবেই। তবে আমি কিন্তু মাঠে আছি।
প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান মাহি। তার আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন তিনি। ঘোষিত ফলাফল অনুযায়ী ৯ হাজার ৯ ভোট পান মাহি। ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন ওমর ফারুক চৌধুরী।
ভোটের মাঠে এতো বিশাল ব্যবধানে হারার কারণ জানতে চাইলে নায়িকা মাহি বলেন, তানোর-গোদাগাড়ীর জনগণ আমাকে পেয়ে দারুণ খুশি হয়েছে। আমি তাদের ভালোবাসা পেয়েছি।
মাহি বলেন, আগামী পাঁচ বছর পর ফের নির্বাচনী মাঠে দেখা হবে। যে কর্মীরা আমার জন্য কাজ করেছে, তাদের জন্য দরকার হলে আমি জীবনও দিতে পারি।
