দক্ষিণী ছবির অভিনেত্রী রাশ্মিকা মান্দানা থেকে ক্যাটরিনা কাইফ, ডিপ ফেকের শিকার হয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী। তাদের বিকৃত অশালীন ভিডিও ভাইরাল হয়েছে। এবার ডিপ ফেকের শিকার হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তবে অশালীন ভিডিও নয়, আমির খানের আবার অন্য ধরনের ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও নজরে পড়তেই থানায় ছুটলেন তিনি।
বুধবার (১৭ এপ্রিল) আমির খানের অফিসের পক্ষ থেকে পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়।
জানা গেছে, আমির খানের মুখ ব্যবহার করে একটি রাজনৈতিক দলের প্রচারের ভিডিও তৈরি করা হয়েছে। ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করেই আমিরের মুখ ওই ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
২৭ সেকেন্ডের ওই ভিডিওতে আমির খান ‘জুমলা’র থেকে সতর্ক থাকতে বলেছেন। আমিরের অফিসের দাবি, অভিনেতার মুখ মর্ফ করে ভিডিও ব্যবহার করা হয়েছে। তিনি এমন কোনো প্রচার ভিডিও শুট করেননি।
আমির খানের অফিস থেকে জানানো হয়েছে, ৩৫ বছরের বলিউড ক্যারিয়ারে তিনি কোনো দিন কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি। আর এই অভিযোগ পেতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯ (অন্যকে নকল করা), ৪২০ (প্রতারণা)-সহ একাধিক ধারায় এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
