তামিল চলচ্চিত্র জগতের এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কুলি’। কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এবং প্রতিভাবান পরিচালক লোকেশ কানাগরাজ- এর এই যৌথ প্রয়াস ইতোমধ্যেই রেকর্ড গড়েছে তার বিশাল বাজেট ও তারকাবহুল নির্মাণের কারণে। সিনেমাপ্রেমী ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে— এ সিনেমা শুধু দক্ষিণ ভারত নয়, পুরো এশিয়ার সিনেমা ইন্ডাস্ট্রিতে দাগ কাটবে বলে প্রত্যাশা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে,‘কুলি’ সিনেমার জন্য রজনীকান্ত নিচ্ছেন ২৮০ কোটি রুপি পারিশ্রমিক। এর ফলে তিনি এক লাফে পৌঁছে গিয়েছেন এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা’র তালিকায়। এর আগেও রজনীকান্ত দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত তারকা ছিলেন, এবার তিনি নিজেকেই ছাড়িয়ে নতুন মাইলফলক স্থাপন করলেন।
সিনেমার পরিচালক লোকেশ কানাগরাজ, যিনি নিজের আগের সিনেমাগুলোর তুলনায় এবার ৬০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তার পরিচালিত সাম্প্রতিক সিনেমাগুলো যেমন দর্শক-সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে, তেমনি ‘কুলি’ নিয়েও প্রত্যাশা আকাশচুম্বী।
দক্ষিণের আরেক জনপ্রিয় তারকা নাগার্জুনা আক্কিনেনি অভিনয় করছেন গুরুত্বপূর্ণ ‘সাইমন’ চরিত্রে, যার জন্য তিনি নিচ্ছেন ২৪ কোটি রুপি। বলিউড মেগাস্টার আমির খান থাকছেন বিশেষ একটি চরিত্রে, যার পারিশ্রমিক ধরা হয়েছে ২৫ থেকে ৩০ কোটি রুপি।
একটি গানের দৃশ্যে ক্যামিও হিসেবে উপস্থিত থাকছেন পূজা হেগড়ে, যার পারিশ্রমিক দুই কোটি রুপি। এছাড়া সিনেমায় থাকছেন শ্রুতি হাসান, সত্যরাজ এবং উপেন্দ্র রাও, যারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন।
এই মেগা বাজেট সিনেমাটি প্রযোজনা করছে দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন, যার কাজ আগেও সুপারহিট সিনেমাগুলোতে প্রশংসিত হয়েছে।
সম্প্রতি ‘কুলি’র নির্মাতারা নতুন একটি প্রোমো প্রকাশ করেছেন, যা মুক্তির ১০০ দিনের কাউন্টডাউন শুরু করেছে। প্রোমোতে রজনীকান্তসহ অন্যান্য তারকাদের লুক প্রকাশ করা হয়েছে, যা দেখে দর্শকরা দারুণ উচ্ছ্বসিত। অনলাইনে প্রোমোটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়, যা সিনেমাটির জনপ্রিয়তার স্পষ্ট ইঙ্গিত।
‘কুলি’ শুধু একটি সিনেমা নয়, এটি দক্ষিণ ভারতীয় সিনেমার সফলতা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে। বিশাল বাজেট, অভূতপূর্ব পারিশ্রমিক, তারকাবহুল কাস্ট এবং অত্যাধুনিক নির্মাণশৈলী— সব মিলিয়ে ‘কুলি’ হয়ে উঠতে পারে দক্ষিণ ভারতের বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলী’ বা ‘আরআরআর’-এর নতুন উত্তরসূরি।
‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বললেন কঙ্গনা