বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে সহায়তার আশ্বাস ব্রিটেনের

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৮:৪৮ এএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে বিমান চলাচলের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা বিনিময় করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। বুধবার (০৫ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠককালে ঢাকা সফররত ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী নাইজেল হাডলস্টন একথা বলেন।

বৈঠকে এয়ারবাসের কাছ থেকে নতুন উড়োজাহাজ ক্রয়, প্রযুক্তিগত সহায়তা এবং সামর্থ বৃদ্ধির পাশাপাশি যৌথ কর্মশালার আয়োজনসহ বিমান চলাচল খাতে সহযোগিতার বর্তমান ও ভবিষ্যত পন্থা নিয়ে আলোচনা হয়।

পর্যটন খাতে সহযোগিতা, সেবা খাতের ওপর জোর দিয়ে সামগ্রিকভাবে বাণিজ্য সম্প্রসারণ এবং চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বিষয়েও আলোচনা করেন তারা।

এছাড়া ইউকে-ডিসিটিএস-এর অগ্রাধিকারমূলক ট্রেডিং স্কিমের সাথে যুক্ত সুযোগ-সুবিধা, রোহিঙ্গাদের জন্য সহায়তা, আসন্ন জাতীয় নির্বাচন এবং লন্ডনে আইএমও নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে।

ঢাকায় আসন্ন কমনওয়েলথ বাণিজ্য মেলায় বেশ কয়েকটি ব্রিটিশ কোম্পানির অংশগ্রহণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক সহায়তার আশ্বাস দেন ব্রিটিশমন্ত্রী।

আরো রাজনৈতিক ও আর্থিক সহায়তার বিষয়ে ব্রিটিশ সরকারের অঙ্গীকার ব্যক্ত এবং বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রতি আস্থা প্রকাশ করেছেন হাডলস্টন।

আরও পড়ুন