‘ফিরে গিয়ে কমনওয়েলথ প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত’

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০১:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত কমনওয়েলথের চার সদস্যের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল।

রোববার (১৯ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে কমনওয়েলথের রাজনৈতিক বিভাগের নির্বাহী কর্মকর্তা জিপ্পি ওজাগো, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডিউই মালেলেখা, সহ-গবেষণা বিষয়ক কর্মকর্তা সারর্থাক রয় ও রাজনৈতিক উপদেষ্টা এবং প্রধান লিনফর্ড অ্যানড্রিউস অংশ নেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি জানায়, ২৩ নভেম্বর ফিরে গিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

কমনওয়েলথের প্রতিনিধি দলটি সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন।

BS
আরও পড়ুন