ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বুলবুল আহমেদের বায়োপিক নির্মাণ করবেন ঐন্দ্রিলা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ এএম

কিংবদন্তি অভিনেতা, নায়ক বুলবুল আহমেদকে নিয়ে বায়োপিক নির্মাণ করার কথা জানিয়েছেন তার মেয়ে মডেল-অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। বুধবার (৪ সেপ্টেম্বর) বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকীতে তিনি এ কথা জানান।

১৯৬৮ সালে ‘পূর্বাভাস’নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেন প্রয়াত বুলবুল আহমেদ। নিজের অভিনয় দক্ষতায় বহুমাত্রার চরিত্রে একের পর এক নাটক-সিনেমায় কাজ করে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।

গত ৪ সেপ্টেম্বর ছিল বুলবুল আহমেদের ৮৫তম জন্মদিন। পারিবারিকভাবেই উদযাপন করা হয় তার  জন্মদিন। এদিন বাড়িতে আয়োজন করা হয় মিলাদ ও দোয়ার। এতিমখানার ছাত্রদের বাসায় দাওয়াত করে বুলবুল আহমেদের প্রিয় খাবার খাওয়ানো হয়েছে বলে জানান ঐন্দ্রিলা আহমেদ।

পাশাপাশি অভিনেতার ভক্তদের তিনি জানান, বুলবুল আহমেদের বায়োপিক নির্মাণ করবেন ঐন্দ্রিলা। এ প্রসঙ্গে গণমাধ্যমে অভিনেত্রী বলেন, আমি আব্বুর জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাই। আমি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছি। আশা করছি আমি সুন্দর কিছু করতে পারব। এরই মধ্যে আব্বুকে নিয়ে একটি ডকুমেন্টরি তৈরি করেছি, প্রশংসা পেয়েছি।

বুলবুল আহমেদের সিনেমায় নায়ক কে হবেন? জানতে চাইলে ঐন্দ্রিলা বলেন, এই মুহূর্তে বলতে পারছি না বাবার চরিত্রে কাকে নিয়ে কাজ করব। 

তিনি আরও বলেন, আব্বুর বিভিন্ন সময়ের বয়সের চরিত্রে অভিনেতা প্রয়োজন হবে। এক এক বয়সের চরিত্রে ভিন্ন ভিন্ন অভিনেতার প্রয়োজন। আব্বুর চলচ্চিত্রজীবন বিশাল ও বর্ণাঢ্য। তার জীবনে অনেক মজার মজার ঘটনাও রয়েছে। আমি বাবার বায়োপিকে তাকে পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব।

১৯৭৩ সালে ‘ইয়ে করে বিয়ে’সিনেমার মাধ্যমে ঢালিউডের ছবিতে কাজ শুরু করেন বুলবুল আহমেদ। তবে চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ছবির মাধ্যমে মাধ্যমে জনপ্রিয়তা পান।

বুলবুল আহমেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘বৌরানী’, ‘ঘর সংসার’, ‘বধু বিদায়’, ‘ছোট মা’, ‘আরাধনা’, ‘সঙ্গিনী’, ‘সময় কথা বলে’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘শেষ উত্তর’, ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘মহানায়ক’, ‘পুরস্কার’ ও ‘সোহাগ’।

১৯৭৬ সালে আলমগীর কবির নির্মিত ‘সূর্যকন্যা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘জহির রায়হান পুরস্কার’ পান বুলবুল আহমেদ। সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। ২০১০ সালের ১৫ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন বুলবুল আহমেদ।

MB/FI
আরও পড়ুন