ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুক্তমঞ্চে ৭ দিনব্যাপী যাত্রা উৎসব

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১১:৪৯ এএম

বাংলাদেশের লোকসংস্কৃতির ঐতিহ্য যাত্রাপালা। দেশের প্রত্যন্ত গ্রামীণ জনপদে এক সময় সাধারণ মানুষের বিনোদনের খোরাক ছিল এই যাত্রাপালা। এটি গণমানুষের সংস্কৃতি হিসেবেও পরিচিত। যা এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে।

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী শুক্রবার (১ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭টি যাত্রাদল প্রতিদিন একটি করে ঐতিহাসিক ও সামাজিক ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে যত্রা শিল্পীদের এই পরিবেশনা।

১ নভেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হবে উদ্বোধনী আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট যাত্রাশিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য দেবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, নাট্যনির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।  

উৎসবের প্রথম দিন প্রদর্শিত হবে সুরুভী অপেরা দলের পালা ‘নিহত গোলাপ’। নির্দেশক কবির খান। দ্বিতীয় দিন নিউ শামীম নাট্য সংস্থার ‘আনার কলি’, তৃতীয় দিন বঙ্গবাণী অপেরার ‘মেঘে ঢাকা তারা’, চতুর্থ দিন নর-নারায়ণ অপেরার ‘লালন ফকির’, পঞ্চম দিন বন্ধু অপেরার ‘আপন দুলাল’, ষষ্ঠ দিন শারমিন অপেরার ‘ফুলন দেবী’ এবং উৎসবের শেষ দিন প্রদর্শিত হবে যাত্রাবন্ধু অপেরার ‘নবাব’।

SN/FI
আরও পড়ুন