ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সুইমিংপুলে খোলামেলা পোশাকে শবনম ফারিয়া, যা জানালেন অভিনেত্রী

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম

দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নতুন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেখানে তাকে দেখা গেছে সুইমিংপুলে চোখে সানগ্লাস, ছোট পোশাকে দাঁড়ানো তিনি। তবে এটি মুলত এডিট করা একটি ছবি। যেখানে অন্য নারীর শরীরে শবনম ফারিয়ার মুখ এডিট করে বসানো হয়েছে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শবনম ফারিয়া। তার পোস্ট করা ছবিতে দেখা গেছে সুইমিংপুলে দাঁড়িয়ে আছেন এক নারী। ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘ভাই এডিট (সম্পাদনা) করে ছবি দে, সমস‍্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। এমন যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, এর আবার শরীরে ট‍্যাটু করা, এদের ছবিতে এডিট করবি কেন?’

শুধু তাই নয়, ফারিয়া যে ছবি শেয়ার করেছেন, সেই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ক্যাপশনে দিয়ে দিয়েছেন তিনি।

ফারিয়া এ পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজনরা বিভিন্ন ধরনের মন্তব্য লিখছেন। একজন মন্তব্য করেছেন, ‘আপু কিছু ফালতু লোকের এসব কাজ দেখে আপনার মন খারাপ করার কিছু নেই। 

মোহাম্মদ রায়হান ইসলাম রিয়াদ নামের একজন লিখেছেন, ‘সব কিছু ধরতে হয় না, এসব খারাপ এবং নিকৃষ্ট মানুষদের কাজ। এসব অনেক বড় গুনাহর কাজ, যে খারাপ কাজটি করছে তার কপাল তিনি নিজে ইচ্ছে করে নষ্ট করছে। 

AA/FJ
আরও পড়ুন