কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে এবার নতুন ফিউশন গান ‘মহা জাদু’ নিয়ে আসছেন হাবিব ওয়াহিদ। তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগরি রুস্তমের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গানটি শোনাবে এক অদ্ভুত জাদুর অনুভূতি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। গানটি হাবিবের ২০০৬ সালের জনপ্রিয় অ্যালবাম ‘শোনো’ এর ‘জাদু’ গান থেকে নেওয়া হয়েছে।
ইউটিউব চ্যানেলে ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে ক্যাপশনে লেখা, মহা যাদু এনেছে ভালোবাসার এক নতুন বিট! বাংলা আর ফারসির মিষ্টি ছন্দে, হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হাবিবের ভক্তরা নতুন গানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, হাবিবের প্রথম একক অ্যালবাম ‘শোনো’ ২০০৬ সালে প্রকাশিত হয়। অ্যালবামটিতে মোট নয়টি গান রয়েছে, যার মধ্যে ‘জাদু’ গানটি এবার কোক স্টুডিওর ফিউশন সংস্করণে নতুনভাবে হাজির হচ্ছে।
বিয়ে নিয়ে পরিবারের চাপ নেই: সাবা আজাদ