ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কমলগঞ্জে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সাপটি সুস্থ থাকায় দুপুর ১টায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নে ফুলবাড়ী চা বাগানের ১৬ নম্বর সেকশন থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে প্রায় সময় এভাবে লোকালয়ে সাপ চলে আসে। শুধু সাপ নয় অন্যপ্রাণীরাও এভাবে চলে আসে। পরে, লাউয়াছড়া বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা।

image

বন বিভাগ সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ক্রিয়েটিভ কনজারভেসন অ্যালায়েন্স ফিল্ডে অ্যাসিস্টেন্ট চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে সাপটি উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। সাপটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে বলে জানায় বন্যপ্রাণী বিভাগ।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ফুলবাড়ী চা বাগানের মহাব্যবস্থাপক লুৎফুর রহমানের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অজগরটি উদ্ধার করি। এটা সাড়ে ১২ ফুটের মতো লম্বা এবং ওজন ১৫ কেজির মতো ছিল। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।’

AH
আরও পড়ুন