পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপ রিমালের প্রভাব পড়তে শুরু করেছে খুলনায়। শনিবার (২৫ মে) রাত ১০টার পর থেকে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। এর প্রভাবে আতঙ্ক বাড়ছে জেলার মানুষের মধ্যে।
খুলনার আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, শনিবার রাত ১০টার পর থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করেছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রোববার দুপুরে আঘাত হানতে পারে খুলনায়। সন্ধ্যার দিকে খুলনা অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি।
খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। সতর্ক থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিপদ সংকেত জারি হলে তারা এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করবেন।
