সকালে কুয়াশা কমলেও হিমেল বাতাস থাকায় বেড়েছে ঠান্ডার দাপট। ভোর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে চলেছে হিমেল বাতাস।
রোববারের তুলনায় সোমবার (২ ডিসেম্বর) পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। জেলার তেঁতুলিয়ায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল একই সময়ে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
উত্তরের জেলাগুলোতে দিনের বেলায় ঝলমলে রোদের দেখা মিললেও রাত থেকে সকালের অনেকটা সময় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে মানুষ গরম কাপড় পরিধান করছে।
এদিকে, দেশের বিভিন্ন জেলায় বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাঁপানিসহ বিভিন্ন শীতজনিত রোগ। সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তেতুঁলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তেঁতুলিয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
