ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৪২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে করোনায় একই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। চলতি বছরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৭৩ জন। আর মহামারি শুরুর পর থেকে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮ জনে।

একই সময়ে কেউ মারা না গেলেও ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।

এছাড়া মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ১৩১টি।

বর্তমানে দেশে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।

Raj/FJ
আরও পড়ুন